Wednesday, August 24, 2022

মিঠু মল্লিক বৈদ্য

লাশেদের স্বপ্ন

আমার চোখের সামনেই পরে থাকতে 
দেখেছি কয়েকটি নিথর দেহ
সকল স্বপ্ন উড়ে গিয়ে থমকে দাঁড়াতে দেখছি
নির্জীব দেহটির পাশে। 

কিছু ধবল বক উড়ে যায়  মাথার উপর 
আমার বুকে চিন চিন ব‍্যাথা 
এই লাশের শহরে আমিও কি তবে 
পরে রইবো পচনধরা লাশেদের পাশে?

আমার চোখের সামনেই পরে থাকতে দেখেছি
কয়েকটি  লাশ,কোন বড় রাস্তার মোড়ে
দিঘির ঘাটে,অন্ধকার বাগানে কিংবা 
বড় ফ্লেটের কোন এক নির্জন ঘরে।

এই লাশ সভ‍্যতার, সমাজের,
উন্নতির,মনুষ‍্যত্বের,সারি সারি পরে থাকা
লাশেরা স্বপ্ন দেখে একদিন - হয়তো কোনদিন 
জ্বলে উঠবে দাবানলের মতো।

জ্বালিয়ে দিতে দিতে ছুটতে থাকবে
অসীম দিগন্তে,আকাশনন্দিনীর  মতো বিকট শব্দে
উঠবে গর্জে, আতঙ্কে কাঁপতে থাকবে স্রষ্টা
বুক চিড়ে বেরিয়ে আসবে ভয়ংকর তেজোরশ্মি।

দিকে দিকে বেজে উঠবে রণদুন্দবী
ছিনিয়ে নেবে স্ব- অধিকার,
একদিন ওরা বেঁচে উঠবে অদ্ভূত ভাবে
গণতন্ত্রের নামে লিখবে কোন নূতন ইতিহাস।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...