ঋণী
সব কথা বলা যায় না বিদায় বেলায়,
কিছু কথা বাকী রয়ে যায়।
জীবনের যা কিছু সঞ্চয় কুঁড়িয়ে বুকে আগলে রাখবো।
সেই বুকে আমার সন্তান মাথা রেখে ঘুমোবে।
আমি তার মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস নেব।
রক্তের মতই শ্বাস-প্রশ্বাসে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো,
আমার সন্তানের হৃদয়।
আমি, জন্মের প্রয়োজনে ঋণী হবো যত
তার সবটুকু হিসাব রাখবো আমার নামের সাথে।
আমি ঋণী হয়ে থাকবো আমার কাছে,
জীবনের কাছে।
No comments:
Post a Comment