Wednesday, August 24, 2022

দেবব্রত চক্রবর্তী

ঋণী

সব কথা বলা যায় না বিদায় বেলায়,
কিছু কথা বাকী রয়ে যায়।
জীবনের যা কিছু সঞ্চয় কুঁড়িয়ে বুকে আগলে রাখবো।
সেই বুকে আমার সন্তান মাথা রেখে ঘুমোবে।
আমি তার মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস নেব।
রক্তের মতই শ্বাস-প্রশ্বাসে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো,
আমার সন্তানের হৃদয়।
আমি, জন্মের প্রয়োজনে ঋণী হবো যত
তার সবটুকু হিসাব রাখবো আমার নামের সাথে।
আমি ঋণী হয়ে থাকবো আমার কাছে,
জীবনের কাছে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...