Thursday, August 25, 2022
সম্পাদকীয়
জগতে দুই ধরনের মানুষ নাকি থাকে। দুঃখী এবং খুব দুঃখী। আমাকেই কেন সুখি হইতে হইবে! আমি জগত কল্যাণে কি করিয়া, কি এমন অধিকার প্রাপ্ত করিয়াছি যাহা হইতে আমি সুখি হইবার দাবি করিতে পারি। আচ্ছা, জগত এমন অসুখের হইতে গেলো কেন? মানুষ এত অসুখবিরুদ্ধ হইলে জগতে নতুন করিয়া মানুষ আনিয়া ভরাইবে কেন? মন যাহা চাইলো, তাহা খুলিয়া বলিতে আর কতকাল সময় লইবে! কত সভ্যতা ডিঙ্গাইয়া গিয়া কোন সভ্যতায় গেলে আমরা জীবন বুঝিবো কবিতার মতো। প্রেম, বিরহ ও সংসার মিলিয়াই যেন জগতের ভিত্তি দাঁড় করাইলো। একুশটি কবিতা যেন ইহাই বলিয়া গেলো। ইহাই বলিলো।
Subscribe to:
Post Comments (Atom)
অনুপম রায়
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
-
বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...
-
বঞ্চিত . জীবন জুড়ে লেগে থাকে অতীতের ক্ষত ক্লান্ত শরীর বিশ্রাম খুঁজে প্রতিনিয়ত। বাবার বয়স বাড়ে, বেকারত্বের ছাপ হয় দীর্ঘ প্রেমিকার অপেক্...
No comments:
Post a Comment