Thursday, August 25, 2022

সম্পাদকীয়

জগতে দুই ধরনের মানুষ নাকি থাকে। দুঃখী এবং খুব দুঃখী। আমাকেই কেন সুখি হইতে হইবে! আমি জগত কল্যাণে কি করিয়া, কি এমন অধিকার প্রাপ্ত করিয়াছি যাহা হইতে আমি সুখি হইবার দাবি করিতে পারি। আচ্ছা, জগত এমন অসুখের হইতে গেলো কেন? মানুষ এত অসুখবিরুদ্ধ হইলে জগতে নতুন করিয়া মানুষ আনিয়া ভরাইবে কেন? মন যাহা চাইলো, তাহা খুলিয়া বলিতে আর কতকাল সময় লইবে! কত সভ্যতা ডিঙ্গাইয়া গিয়া কোন সভ্যতায় গেলে আমরা জীবন বুঝিবো কবিতার মতো। প্রেম, বিরহ ও সংসার মিলিয়াই যেন জগতের ভিত্তি দাঁড় করাইলো। একুশটি কবিতা যেন ইহাই বলিয়া গেলো। ইহাই বলিলো।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...