Thursday, August 11, 2022

অভীককুমার দে

বর্ণমালা

ভাবছি-
তুমিও এই মাটির, আমিও তোমার,  
মাটিতে জীবনের বর্ণ ঢেলে 
বানাতে এসেছি মালা;

বুকের জ্বালা নেভানোর জন্য, না কি-
উল্লাসে ! ঝুঁকে সেই মাটির দিকে,

তবুও কেন জানি আহ্নিক গতির
দোলন বাড়ে বুকের ভেতর 
যতই শব্দ শুনি ঝুলে পড়ছে সময়...

বর্ণ সব আমাদের, এই বিশ্বাসে
আগলে রেখেছি তোমাকেও,

প্রতিদিন জেগে ওঠো, আলো দাও
তবুও ডুবে যাই অন্ধকারে !

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...