Sunday, January 30, 2022

সৃজা ঘোষ

ধিক্কার


সবাই বলে ধৈর্য্য ধর
সময় ঠিকই আসবে,
দুঃখ কষ্ট লুকিয়ে রেখে
খুশী মতো হাসবে।

জগৎ মাঝে এসব নিয়ম
মেয়েদেরই সাজে,
মুখটা খুললেই সবাই বলে
ঐ মেয়েটি বাজে।

বুকের ভীতর আঘাত নিয়ে
সই যে অপমান,
নেইকো মোদের এই সমাজে
চোখের জলের দাম।

এই জগতে সবই আছে
অভাব শুধু শিক্ষার,
নরকের এই কীট গুলোকে
জানাই শুধু ধিক্কার।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...