ধিক্কার
সবাই বলে ধৈর্য্য ধর
সময় ঠিকই আসবে,
দুঃখ কষ্ট লুকিয়ে রেখে
খুশী মতো হাসবে।
জগৎ মাঝে এসব নিয়ম
মেয়েদেরই সাজে,
মুখটা খুললেই সবাই বলে
ঐ মেয়েটি বাজে।
বুকের ভীতর আঘাত নিয়ে
সই যে অপমান,
নেইকো মোদের এই সমাজে
চোখের জলের দাম।
এই জগতে সবই আছে
অভাব শুধু শিক্ষার,
নরকের এই কীট গুলোকে
জানাই শুধু ধিক্কার।
No comments:
Post a Comment