Sunday, January 30, 2022

প্রীতম শীল

কবিতা নয় গল্প

বহু দিন পর ধুলো ঝেড়ে,
ডায়রি টা হাতে নিলাম।
একটি প্রেমের কবিতা লিখবো বলে।

একটা অসমাপ্ত প্রেম ছিলো,
তার জন্যই কবিতাটি,
যার মন কেড়ে নিয়েছিলো ছলে।

বললাম প্রথম প্রেম কিনা?
জবাবে বললো না।
এটি তার কাছে তৃতীয় প্রেম ছিলো।

আমি ডায়রিতে কলম রেখে,
উচ্চহাসি হাসলাম।
বললাম তবে সব তো বরাবরই হলো।

তুমি যে দুজনে কাছে আজ,
অসমাপ্ত গল্প হয়েছো।
বলতে পারো তারা কি দোষ করলো?

কিছুটা সময় মৌনভাবে থেকে,
তার পর একটা দীর্ঘশ্বাস।
বললো সত্যি তো হিসাবটা বরাবর।

বাড়ি যাও আর কবিতা নয়,
একটা গল্প ভেবে রেখো।
আমি এসে লিখবো এক যুগ পর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...