আমি অন্ধ নই
আমি অন্ধ নই তবুও লাঠি নিয়ে চলি ,
আমি পাগল নই তবুও আবোল তাবোল বলি ,
আমি বোবা নই তবুও ইশারাতে চলি ,
আমি হুতুম নই তবুও নিশিরাতে খেলি |
আমি বীর নই তবুও স্পর্ধা নিয়ে হাঁকি ,
আমি পিশাচ নই তবুও লালচোখে ডাকি ,
আমি সত্য নই আমার পুরোটাই ফাঁকি ,
আমি আগন্তুক নই আমি মানুষের মাঝে থাকি |
আমার লাঠি আমার অলংকার ,
আমার বোল আমার অহংকার ,
আমার বীরত্ব আমার ঝংকার ,
আমার লালচোখ আমার হুঙ্কার |
No comments:
Post a Comment