Sunday, January 30, 2022

শ্রীমান দাস

কৃষক বলো না আর
    
সুদীর্ঘ আবাদের পর
যে কৃষক বুঝলো না মাটির ধর্ম,
জমির অন্তরের বোবা ব্যথা...
তাকে কৃষক বলো না আর।

ছিনিয়ে নাও নাঙ্গল
শুকিয়ে দাও সেচনালা ,
মিথ্যে করে দাও 
বৃষ্টিপাতের সকল পূর্বাভাস।

মাটির সাথে জমেনি প্রেম ,
শুধু  দায়ে পড়ে মরসুমী দেখা...
এভাবে কি আবাদ হয় বলো !

যে কৃষক বোঝেনি কোনোদিন
মাটিরও  হতে পারে অভিমান
একরোখা রাসায়নিক ব্যবহারে,
তাকে আর বীজ দিও না হাতে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...