ভালোবাসার দোষ
দাঁড়ানোর হাজার দোষ,
ভালোবাসার ভুবনে।
লোভাতুর মন নারী-পুরুষে,
ভালোবাসার ছলনা প্রতিক্ষণ।
রাখেনা কথা কেউ কারো জীবনে
কেটে পরো কেটে পড়ার দিনক্ষণ।
টুপটাপ চুপচাপ সবাই কেটে পড়ে
ভালোবাসার অবহেলায় কেটে পড়া যায়।
কেউ কাউকে জানানোর প্রয়োজন নেই এতো তাড়া
অনিত্য সংসার জীবন ফুল ফলের মতো
শেষে ঝরে যায়।
দেবতার পূজা কারো হৃদয়ে স্থান পেলে
মহত্তম তোমার সমাজের জীবনে।
যেখানে জন্ম নেওয়াটাই উত্তম
তবুও সূর্যের কিরণের মত ঝরে মিশে যাও।
কারো জীবনে ভালোবাসায় দাঁড়ানো,
হাজার দোষ ই-সময়ের মৃত্যু ভালোবাসার ফাঁসিতে।
No comments:
Post a Comment