মেরুদন্ড
মেরুদণ্ডটা সোজা রেখো বন্ধু
খুঁজিওনা বিক্রির পথ,
মেরুদণ্ডটা সোজা রেখে চলা
কত জনের আছে হিম্মত ?
গিরগিটির মত অনেকেই দেখি
শিরদাঁড়া করে বিক্রি,
মানুষের কথা ভাবেনাকো তারা
পালিতেছে নেতার ডিক্রি।
কুকুরের মত নত জানু হয়ে
পদ লেহন করে নিত্য,
আচরন দেখে ভুখা মানুষের
জ্বলে উঠে মহা পিত্ত।
মেরুদন্ড টা যদি থাকে সোজা
বিশ্বাস করে সবে,
শ্রদ্ধার আসনে বসিয়ে সবাই
মাথায় তুলিয়ে লবে ।
No comments:
Post a Comment