Sunday, January 30, 2022

লিটন শব্দকর

ডিটারজেন্ট 

হাঁসের ডানায় শিশির মুছে ভোর পাঁচটা বেজে দশ
পরক্ষনেই ভাঙা খেয়ালে নামে মিঠেরোদের ধ্বস। 
সে বুঝি আর হাসতে জানে না কাঁদতেও জানেনা
মানিয়ে মানিয়ে শহরের বুকে জমে যায় কুরে খায় 
কেটে যায় প্রহর সারাবছর পাহাড়টা তো থাকেনা।
উপত্যকা স্নান করে রোদ পোহায় সার্ফের ফেনায়
একদিন কাপড় কেঁচে বুঝে ফেলি গুগলি রেসিপি
কি যে এক আনন্দে সমাগমস্থলে হঠাৎ উঠি গেয়ে-
-"পেহেলে ইস্তেমাল করে  ফির বিসওয়াস করে ।"

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...