Sunday, January 30, 2022

লিটন শব্দকর

ডিটারজেন্ট 

হাঁসের ডানায় শিশির মুছে ভোর পাঁচটা বেজে দশ
পরক্ষনেই ভাঙা খেয়ালে নামে মিঠেরোদের ধ্বস। 
সে বুঝি আর হাসতে জানে না কাঁদতেও জানেনা
মানিয়ে মানিয়ে শহরের বুকে জমে যায় কুরে খায় 
কেটে যায় প্রহর সারাবছর পাহাড়টা তো থাকেনা।
উপত্যকা স্নান করে রোদ পোহায় সার্ফের ফেনায়
একদিন কাপড় কেঁচে বুঝে ফেলি গুগলি রেসিপি
কি যে এক আনন্দে সমাগমস্থলে হঠাৎ উঠি গেয়ে-
-"পেহেলে ইস্তেমাল করে  ফির বিসওয়াস করে ।"

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...