Sunday, January 30, 2022

সৈকত মজুমদার

রূপান্তরিত 

আমরা কথা না বলেই যখন
দিব্যি আছি তো আর খামাকা 
কথা বলার কি প্রয়োজন। 

তুমিও অনলাইন আমিও
গুড মর্ণিং থেকে নাইট,
কেবল কথা হয় না এখন
সেই আগেকার মত। 

এভাবে চলতে চলতে একদিন 
স্তব্ধ হয়ে যায় কিছু সম্পর্ক আর
অভিমান রূপান্তরিত হয় ব্লক লিস্টে।  

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...