Sunday, January 30, 2022

উর্মি সাহা

পরিবর্তন

আকাশগঙ্গার ওপারে যখনি ধ্রুব তারা জ্বলত
স্বস্তি নিত কিছু স্বপ্ন কেনা-বেঁচার হাট।
কৃষ্ণ নদীর পাথরে স্রোতের অঢেল আনাগোনায় 
পূর্ণ হত কাঁখের কলসী,
রুদ্ধ মাটির বুক জড়িয়ে রাখত চির শ্যামলের বন্যা।
কিন্তু; সময়ের তালে সে খবর আজ প্রতিবন্ধি।
চোখ-কান বন্ধ করে দোহাই দিচ্ছে বিজ্ঞানের।
মাটির দেয়াল গুলিতে নানা আকারে ক্ষত।
আলপনার রং কালো হয়েছে;
বসেছে কংক্রিটের দেওয়ালে।
ছত্রাক বাসা বেঁধেছে মানুষের-
              চেতনার মনিকোঠায়।
দিন-দুপুরে আগুন জ্বলছে মানুষে-মানুষে,
অপশান, হয় বিজ্ঞান নয় বিবর্তন!

                                   

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...