Sunday, January 30, 2022

উর্মি সাহা

পরিবর্তন

আকাশগঙ্গার ওপারে যখনি ধ্রুব তারা জ্বলত
স্বস্তি নিত কিছু স্বপ্ন কেনা-বেঁচার হাট।
কৃষ্ণ নদীর পাথরে স্রোতের অঢেল আনাগোনায় 
পূর্ণ হত কাঁখের কলসী,
রুদ্ধ মাটির বুক জড়িয়ে রাখত চির শ্যামলের বন্যা।
কিন্তু; সময়ের তালে সে খবর আজ প্রতিবন্ধি।
চোখ-কান বন্ধ করে দোহাই দিচ্ছে বিজ্ঞানের।
মাটির দেয়াল গুলিতে নানা আকারে ক্ষত।
আলপনার রং কালো হয়েছে;
বসেছে কংক্রিটের দেওয়ালে।
ছত্রাক বাসা বেঁধেছে মানুষের-
              চেতনার মনিকোঠায়।
দিন-দুপুরে আগুন জ্বলছে মানুষে-মানুষে,
অপশান, হয় বিজ্ঞান নয় বিবর্তন!

                                   

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...