পরিবর্তন
আকাশগঙ্গার ওপারে যখনি ধ্রুব তারা জ্বলত
স্বস্তি নিত কিছু স্বপ্ন কেনা-বেঁচার হাট।
কৃষ্ণ নদীর পাথরে স্রোতের অঢেল আনাগোনায়
পূর্ণ হত কাঁখের কলসী,
রুদ্ধ মাটির বুক জড়িয়ে রাখত চির শ্যামলের বন্যা।
কিন্তু; সময়ের তালে সে খবর আজ প্রতিবন্ধি।
চোখ-কান বন্ধ করে দোহাই দিচ্ছে বিজ্ঞানের।
মাটির দেয়াল গুলিতে নানা আকারে ক্ষত।
আলপনার রং কালো হয়েছে;
বসেছে কংক্রিটের দেওয়ালে।
ছত্রাক বাসা বেঁধেছে মানুষের-
চেতনার মনিকোঠায়।
দিন-দুপুরে আগুন জ্বলছে মানুষে-মানুষে,
অপশান, হয় বিজ্ঞান নয় বিবর্তন!
No comments:
Post a Comment