কুহকবান
তুলে রাখি ঝড়োদিন, দু:খের গহনাবাক্সে,
অথচ তোমার চোখ শিশুটির ছায়াপথে।
দেবশিশুর অজানা,এচোখ দেখে কবেই
ঝরেছে রঞ্জিত পুষ্প। অশ্রুর তাবৎ দৃশ্যে
লেখা আছে মনছল। রকমারি জলঢেউ
খুঁজে নিতে যতো দেরি হবে বলে ভেবেছিলে,
হয়তো হয়েছে ঠিক,তবু সেই শিশুকেই
চিহ্নিত করে লিখবো একদিন, ফিরে যাও
পাহাড়ের খুব কাছে,ছবি তুলে রাখো ভোরে
ডুবে যাওয়া মায়ার নির্জন রূপ নির্মাণে।
শরীরে আমার এক শূন্যকোটোরা সাজাই,
কোনো এক ছাইরঙা মেঘ এসে জলঢেলে
পূর্ণ করে যাবে আর, একদিন মিশে যাবো একা
ডহরের কুন্ডলীতে সাধের কুহকবানে।
No comments:
Post a Comment