Saturday, January 29, 2022

অপাংশু দেবনাথ

কুহকবান

তুলে রাখি ঝড়োদিন, দু:খের গহনাবাক্সে,
অথচ তোমার চোখ শিশুটির ছায়াপথে। 
দেবশিশুর অজানা,এচোখ দেখে কবেই 
ঝরেছে রঞ্জিত পুষ্প। অশ্রুর তাবৎ দৃশ্যে
লেখা আছে মনছল। রকমারি জলঢেউ
খুঁজে নিতে যতো দেরি হবে বলে ভেবেছিলে,
হয়তো হয়েছে ঠিক,তবু সেই শিশুকেই
চিহ্নিত করে লিখবো একদিন, ফিরে যাও
পাহাড়ের খুব কাছে,ছবি তুলে রাখো ভোরে
ডুবে যাওয়া মায়ার নির্জন রূপ নির্মাণে।

শরীরে আমার এক শূন্যকোটোরা সাজাই,
কোনো এক ছাইরঙা মেঘ এসে জলঢেলে
পূর্ণ করে যাবে আর, একদিন মিশে যাবো একা
ডহরের কুন্ডলীতে সাধের কুহকবানে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...