Sunday, January 30, 2022

সংগীত শীল

নিয়ম

সদ্যজাত শিশুটি মায়ের 
ছেঁড়া আঁচলে মোড়া
আঁধার পেরিয়ে কিঞ্চিৎ,
খাবারের জন্য নিত্যদিন বেঁচে থাকা।

জীবন স্বপ্নের নদীর মতো,
দারিদ্র-নিপীড়িতদের যন্ত্রনার
ক্ষুধার্তের পেটে ওরা
ঈশ্বর নিয়তি মানে না!

পথের ধারে ময়লার সস্তা রুটি কিংবা
ছত্রাক জন্মানো পাউরুটি,
ক্ষুধা নিবারণের পথ বেছে নেয়
পৃথিবীর অদ্ভুত নিয়ম নির্মমতায় ঘেরা!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...