হেডফোন
যা কিছু সঞ্চয় তার সবটাই তোলা থাক,
এপিঠ-ওপিঠ সমান ভাগে।
শুনেছি যার যেটুকু পাঠ তার পথ সেটুকুই।
আজকাল খোলা চোখেই দেখি
দুঃস্বপ্নের দেশ।
চওড়া বুকে আঁকা হয় দাগের পাশে দাগ,
ছবির পর ছবি।
নীল খামে পৌছে যায়
প্রয়োজনহীন শব্দকোষ,
পাতার পর পাতা।
স্বপ্নের ভেতর
তৈরি করা দুঃসাহসী চোখে,
দেখি নিরবে, সন্তর্পণে
আগা গোড়া সবটুকুই।
আসলে ওদের আর্তনাদ শোনা বারণ,
তাই কানে গুজেছি
স্বর ভাঙানো হেডফোন।
No comments:
Post a Comment