Sunday, January 30, 2022

সৈকত সরকার

লক্ষ্য যদি শক্তিশালী 


লক্ষ্য যদি শক্তিশালী ভয় কিসে হয় বলো কাজে, 
ভয় সেতো আর নেইতো কোথাও ভয় যতো সব মনের মাঝে। 
গদবাধা এই ছকের ধাঁধায় ভুলছো তুমি ভাঙতে শেকল, 
শ্রেষ্ঠ জীবের মুকুট মাথায় চেষ্টা তোমার কেনো বিকল? 
সবকিছু তো সবার কাছে থাকবে সদা এমনটা নয়, 
যে কলমে নাম লেখা যায় থাকলে সেটা তাহলেই হয়। 
কোথায় তুমি হোঁচট খেলে কেইবা বললো তোমায় মন্দ, 
সেসবে আর কি আসে যায় সবার গায়েই মাছের গন্ধ। 
কি জানো আর কি জানো না চলতে চলতে পথ চেনা যায়, 
হাজার জনের হাজার কথা শুনলে সেসব পথ চলা দ্বায়। 
তোমার জীবন সাজাও তুমি বাগান যেমন সাজায় মালি, 
হারলে পরে চেষ্টা আবার চেষ্টা যোগায় হাতের তালি। 
ঠিক করো আজ ভবিষ্যৎটা নাকি কেবল অতীত হবে, 
জীবন একটা যাত্রা শুধু এমনিতেও ফুরিয়ে যাবে। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...