Monday, January 31, 2022

সম্পাদকীয় কলাম

মিছে দম্ভে দাম্ভিম মন তোর, সবই আসলে ভ্রান্ত। এই ধারণাটি বাউল আজাদের। কথাটির মূল ভাব পুরানো এবং বিজ্ঞানসম্মত। এর শৈল্পিক রূপ এটি।

মানুষের প্রাপ্তির শেষ নেই। শরীরবিজ্ঞান সমস্ত প্রাপ্তিকে এক নিমিষে নিঃশেষ করতে পারে। মানুষ ভ্রান্ত ধারণায় গড়ে তুলে জীবন। সে নিজেও জানে না, সে নিজেও বাউল। দেশে এবং বিদেশে জীবনের কথা যেখানে আলোচিত হয়, সেখানেই নিভৃতে উঠে আসে শাশ্বত বাউলকথা। প্রাচীন বাউলেরা একশত বছরের পুরাতন আধুনিক মানুষ। তারা আজও প্রাসঙ্গিক। তাঁদের প্রসঙ্গ নিয়েই আমরা আলোচনাচক্র করি। বছরের প্রথম মাসের সংখ্যাটি পড়লে আপনি বাউল ধারণাকেই কাব্যিক রূপে দেখতে পারেন। সংখ্যাটিতে যারা লিখেছেন, প্রত্যেকেই স্তরীভূত শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম।

জীবনদেবতার কাছে সকলের নিরাময় দীর্ঘায়ু কামনা করি। 

শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...