Friday, September 30, 2022

চন্দন পাল

নবোন্মেষ (২)
.....................

পুবে কিসের 'পাখি সব করে রব'! পাখসাট ছুটাছুটি। 
না, ভূকম্প নয় । দৈনালী। 
আলো আসছে আলো। ফুল চোখ খুলবে,
যার লাগি, কারও দশ ঘন্টা আঁধার কাটার অপেক্ষা। 
বিবর্তনে শুরু হবে চষা বা চর্চা বা দূর্গত উদ্ধার ।
কারও দশ মাস, কারওবা আঠারোশটা দিন ।
পথ দেখতে, দেখাতে, ভরসা পেতে 
শত অষ্টচরণে, দেবদীপ হাতে, চলেছে মননস্রোত । 
সত্য সুন্দর আদর্শের প্রতিবিম্ব সৃষ্টিতে
নেতাজি না ক্ষুদি না রাম !।
 সমভূমে বাজে পাঞ্চজন্য,
ত্রিধারায়, প্রবাহ ধায়, মনু থেকে ফেনী। 
নবোন্মেষে বিধান।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...