Friday, September 30, 2022

চন্দন পাল

নবোন্মেষ (২)
.....................

পুবে কিসের 'পাখি সব করে রব'! পাখসাট ছুটাছুটি। 
না, ভূকম্প নয় । দৈনালী। 
আলো আসছে আলো। ফুল চোখ খুলবে,
যার লাগি, কারও দশ ঘন্টা আঁধার কাটার অপেক্ষা। 
বিবর্তনে শুরু হবে চষা বা চর্চা বা দূর্গত উদ্ধার ।
কারও দশ মাস, কারওবা আঠারোশটা দিন ।
পথ দেখতে, দেখাতে, ভরসা পেতে 
শত অষ্টচরণে, দেবদীপ হাতে, চলেছে মননস্রোত । 
সত্য সুন্দর আদর্শের প্রতিবিম্ব সৃষ্টিতে
নেতাজি না ক্ষুদি না রাম !।
 সমভূমে বাজে পাঞ্চজন্য,
ত্রিধারায়, প্রবাহ ধায়, মনু থেকে ফেনী। 
নবোন্মেষে বিধান।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...