Friday, September 30, 2022

রুপন সৃত্রধর

গুজব
.............                   

গুজবে গুজব ছয়লাপ ভাই
চারিদিকে সত্যের যাচাই নাই।
মাঝে মাঝে, মানুষ গুলো সব
কেমন যেন অমানুষ বনে যায়!
 ছেলেধরার নামে অসহায় মানুষ 
 অযথা জনতার মার খায়।
শ্রমিক, গরীব, রাস্তার পাগল যত,
কেউ আজ ছাড় না পায়।
ব্যথায় কাতরায় ভবঘুরে
কে বা তার খবর রাখে!
ভগবান হাসে কলির মান-হুশের
পাগলামির নামান্তর দেখে।
মেয়ে যখন বলে,বাবা আজ
স্কুল যাবনা, সত্যি ভয় জাগে!
ফোন নাম্বার দিয়ে, প্রশ্নোওরে
বাবা সত্যের যাচাই করে।
চলছে মানুষ ভুল ঠিকানায়
প্রশাসন ফেট্টি চোখে গান্ধারী সাজে।
মাঝে মাঝে ভাবি, মানুষের দুখে
আমি লজ্জা কেন এত পাই! 
গুজব শব্দ কত মারাত্মক 
হায়নারা খেলে নিধন যজ্ঞে
সত্যতা ভুলে,মানুষ আজ
 কত অসহায়, বিকার বাতিকে ভোগে। 
গুন্ডার গুন্ডামি গুজব প্রতিরোধে,
জেগে উঠুক শুভচেতনা প্রতিটি ঘরে।
মানুষের তরে আমরা মানুষ,
হইব কখন,বিবেক প্রশ্ন করে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...