তৃপ্তি
.........
সবার সখ ইচ্ছে থাকে,
আমারও আছে।
একটা নিজস্ব জমি হবে
জমিনে খাডি বানাব
বাবার সাথে চাষ করব
একটা পুকুর হবে।
বিকাল হলে বাবা একটা জমিনের আলে বসে থাকে।
কিছু ভাবে? জানি না।
হয়তো সেই সখের কথাই ভাবে।
ঈশ্বর সব দেখেন।
আজ এই খাডি আমার বাবার,
এ জমির মালিক বাবা নিজে।
আমি মা বাবা
আমাদের নিজস্ব জমিতে
রোয়া লাগাচ্ছি।
No comments:
Post a Comment