Friday, September 30, 2022

ভবানী বিশ্বাস

তৃপ্তি
.........

সবার সখ ইচ্ছে থাকে, 
আমারও আছে। 
একটা নিজস্ব জমি হবে
জমিনে খাডি বানাব
বাবার সাথে চাষ করব
একটা পুকুর হবে। 

বিকাল হলে বাবা একটা জমিনের আলে বসে থাকে। 
কিছু ভাবে? জানি না। 
হয়তো সেই সখের কথাই ভাবে। 

ঈশ্বর সব দেখেন। 
আজ এই খাডি আমার বাবার, 
এ জমির মালিক বাবা নিজে। 
আমি মা বাবা 
আমাদের নিজস্ব জমিতে
রোয়া লাগাচ্ছি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...