কুয়োতলা
................
তাকে দেখা গেছে শেষবার
কপিকলের সহজ মরচে থেকে
কাঠগোলাপের ছাপ মুছে দিয়ে
পাতায় নীলরঙা রুল টেনে যেতে
নিজেকে নিজেই
লক্ষ আলপিন উপহার
জিজ্ঞেস করি কতবার
পুড়ে যাওয়া জ্বরে
বোতামগুলো একটি একটি করে
বুক পালটায়
কুয়োতলায়
পাশফেরানো ঘড়ির সকল কাটা
খুলে পড়ে
কুয়াশার মায়ায় তাকে
দেখা যায়নি আর...
No comments:
Post a Comment