Friday, September 30, 2022

লিটন শব্দকর

কুয়োতলা
................

তাকে দেখা গেছে শেষবার 
কপিকলের সহজ মরচে থেকে
কাঠগোলাপের ছাপ মুছে দিয়ে
পাতায় নীলরঙা রুল টেনে যেতে

নিজেকে নিজেই 
লক্ষ আলপিন উপহার 
জিজ্ঞেস করি কতবার 
পুড়ে যাওয়া জ্বরে

বোতামগুলো একটি একটি করে 
বুক পালটায় 
কুয়োতলায় 
পাশফেরানো ঘড়ির সকল কাটা 
খুলে পড়ে 
কুয়াশার মায়ায় তাকে 
দেখা যায়নি আর...

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...