Friday, September 30, 2022

শ্রীমান দাস

উত্তরায়ণের প্রতীক্ষা
...............................

দক্ষিণী ঝঞ্জা মাতাল হতে হতে
নিজেই জানে না- লাগাম কোথায়?

একের পর এক বিধ্বংসী তান্ডব
টাক্কাতুলসীর বুকে এঁকে দিয়েছে
দুঃসহ যন্ত্রণার মানচিত্র।
যে শরীরে লেপ্টে থাকতো স্নিগ্ধতার পরশ,
সে আজ বগলদাবা বেলাগাম বেলেল্লাপনার।

মহীরুহের পতন আশাতীত !

মাটি ফুঁড়ে জন্ম নেওয়া চারাগুলো
উত্তরায়ণের প্রতীক্ষায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...