Friday, September 30, 2022

শ্রীমান দাস

উত্তরায়ণের প্রতীক্ষা
...............................

দক্ষিণী ঝঞ্জা মাতাল হতে হতে
নিজেই জানে না- লাগাম কোথায়?

একের পর এক বিধ্বংসী তান্ডব
টাক্কাতুলসীর বুকে এঁকে দিয়েছে
দুঃসহ যন্ত্রণার মানচিত্র।
যে শরীরে লেপ্টে থাকতো স্নিগ্ধতার পরশ,
সে আজ বগলদাবা বেলাগাম বেলেল্লাপনার।

মহীরুহের পতন আশাতীত !

মাটি ফুঁড়ে জন্ম নেওয়া চারাগুলো
উত্তরায়ণের প্রতীক্ষায়।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...