অন্ধি-সন্ধি
.................
তোমার আঁচলের উগ্র পারফিউমের গন্ধ
আমায় করে রেখেছিল একদিন অন্ধ !
এখন আমার চোখে -
মাইনাস 3.50 চশমা, দূরের সব
স্পষ্ট দেখি; তাই আর
ঠকাতে পারে না কেউ আগের মতন।
তুমি যে পাতায় চলো, আমি
তার শিরা উপশিরায় বিচরণ করি।
তোমার পারফিউম আমার চেনা তাই
আমি সব জেনেও নীরবে ঠকে যাই।
No comments:
Post a Comment