Friday, September 30, 2022

সৈকত মজুমদার

অন্ধি-সন্ধি
.................
 
তোমার আঁচলের উগ্র পারফিউমের গন্ধ 
আমায় করে রেখেছিল একদিন অন্ধ ! 
এখন আমার চোখে -
মাইনাস 3.50 চশমা, দূরের সব
স্পষ্ট দেখি; তাই আর
ঠকাতে পারে না কেউ আগের মতন। 

তুমি যে পাতায় চলো, আমি
তার শিরা উপশিরায় বিচরণ করি।
তোমার পারফিউম আমার চেনা তাই
আমি সব জেনেও নীরবে ঠকে যাই। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...