Friday, September 30, 2022

সৈকত মজুমদার

অন্ধি-সন্ধি
.................
 
তোমার আঁচলের উগ্র পারফিউমের গন্ধ 
আমায় করে রেখেছিল একদিন অন্ধ ! 
এখন আমার চোখে -
মাইনাস 3.50 চশমা, দূরের সব
স্পষ্ট দেখি; তাই আর
ঠকাতে পারে না কেউ আগের মতন। 

তুমি যে পাতায় চলো, আমি
তার শিরা উপশিরায় বিচরণ করি।
তোমার পারফিউম আমার চেনা তাই
আমি সব জেনেও নীরবে ঠকে যাই। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...