Friday, September 30, 2022

নীলাঞ্জনা দেবনাথ

গতি
.........

একবার পিঁছু ফিরে দেখো;
কত'টা পথ হেঁটে চলে গেছো একা!

হাঁটতে হাঁটতে বহুদূর কোনো বাঁকে দেখা হয়ে যাবে পুরোনো বন্ধুর।
যার গায়ে আজও আমার গ্রামমাটির পরিচিত গন্ধ। 

দূর থেকে দেখে যাও শৈশবের অবয়ব।

জাম্বুরতলায় ফেলে গেছো জুতা; 
কঠিন বর্ষায় ছাতা রেখে ভিজে গেছো ঘরে।

ঘরে তুমি কালে ডেকে এনেছো সায়হ্ন।

তবুও;
ফিরে এসো যদি পারো
এখনও রয়ে গেছে পরম যত্নে,
তোমার স্থাবরিত সব গন্ধ।
সব কোলাহল।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...