....................
আজকাল সে খুব খুশি,
খুব খুশি।
আল্লাকে দেওয়া স্পর্ধা-কথা,
রাখতে পেরেছে শয়তানটা।
সে খুব খুশি।
ভগবান সম গর্বিত দেশের শিড়ঁদাড়াতে
ঘুনে ধরাতে পেরেছে শত্রুটা।
সে খুব খুশি।
শুনেছি,
মহামান্য আদালতেও নাকি
উৎকোচ চলে তাঁর।
এক পেয়ালায় চুমুকে মাতাল হওয়া
বন্ধুদের মাঝেও, গড়লো সে কঠিন পাহাড়।
দেখেছি,
কবিদের কবিতার মস্তিষ্কেও
সফল তাঁর অভিযান।
মানুষ পোড়ানো আগুন শিখায় বসে
গিলছে সে সংবিধান।
বেনিয়াদের জন্য সে ই ছিল
শোষনের যষ্ঠী।
সাম্প্রদায়িকতা
তুমি আজকেও কি
আছো শাসনের মুষ্টি?
No comments:
Post a Comment