Friday, September 30, 2022

সৈকত সরকার

ও আমার মিষ্টি একটি যাতনা
-------------------------------------------

যে আছে মনের গহীন কোনে
একলা আমি লোকের বনে
দগদগে ঘা আজো বেঁচে, অতীতের ঘটনা

ও আমার মিষ্টি একটি যাতনা।

ভোলার ঔষধ ভুলেও পাইনি
হয়তো আমিই ভুলতে চাইনি
এ জীবনে যা আছে সব ভোলার মতোনা

ও আমার মিষ্টি একটি যাতনা।। 

ওর ফেলে যাওয়া যত স্মৃতি
সে স্মৃতিতে শত দিবারাতি
লোনা গঙ্গা বইছে দেখো কতোনা

ও আমার মিষ্টি একটি যাতনা।। 

ও যদি না থাকতো
ও যদি না ছাড়তো
এ কবিতা লেখাও হয় হতোনা 

ও আমার মিষ্টি একটি যাতনা।। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...