অঞ্জলী
....................
ধরো, এখন সন্ধ্যা হলো
চাঁদ উঠবে ভেবে, মনে পড়লো অমাবস্যার কথা।
তোমার মাটিঘরে অল্প আলো।
আবছা আলোয় শুনতে পেলে;
তোমার অসুস্থ পিতার
ব্যাধিকম্পন। পাশে তোমার মাতৃরোদন।
দু'য়ে মিলে তোমার বুকব্যথা।
অনটনের ঘোরে
তোমার চোখে ভেসে উঠলো
আতপ চালের থালার পাশে একটি তুলসী গাছ।
তোমার হাত পা অবশ হয়ে যাচ্ছে।
তুমি ভাবছো শীত।
তারপরই মনে পড়লো, এখন গ্রীষ্মকাল।
অবশেষে
তুমি ঈশ্বরকে একটি দীর্ঘঃশ্বাস অঞ্জলী দিলে।
No comments:
Post a Comment