Friday, September 30, 2022

দুলাল চক্রবর্তী

১. প্রকৃত বন্ধন
..................

জীবনে পথ চলতে গেলে
সাথী মিলে অনেক, কিন্তু বন্ধু ক'জন?
ছলনার ছয়লাপে আসল -নকল
হয়তো চেনে না স্বজন।
ছলনা আর প্রতারণার আগুনে
জ্বলে পুড়ে নকল বন্ধন,
বন্ধুত্বের অঙ্গীকারে আবদ্ধ যে
পাশে এসে দাঁড়ায় তখন।


২. হৃদয় জুড়ে
...........

তোমার মায়ায় জড়িয়ে আছি আমি,
তোমারা মায়াবী দুটি আঁখির ফাঁদে,
প্রেমের পসরা সাজিয়ে রেখেছে মনে
কোন গোপন বাসনা অনাদরে কাঁদে।
ভোরের আলোর ঝটা জড়িয়ে মনে
ইচ্ছে করে পাখি ,তোমায় বেঁধে রাখি।
হারানোর ভয়ে বুকে বাজে ব্যথা সদা
তৃষিত নয়ন জুড়াতে কাছেই থাকি।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...