Friday, September 30, 2022

দুলাল চক্রবর্তী

১. প্রকৃত বন্ধন
..................

জীবনে পথ চলতে গেলে
সাথী মিলে অনেক, কিন্তু বন্ধু ক'জন?
ছলনার ছয়লাপে আসল -নকল
হয়তো চেনে না স্বজন।
ছলনা আর প্রতারণার আগুনে
জ্বলে পুড়ে নকল বন্ধন,
বন্ধুত্বের অঙ্গীকারে আবদ্ধ যে
পাশে এসে দাঁড়ায় তখন।


২. হৃদয় জুড়ে
...........

তোমার মায়ায় জড়িয়ে আছি আমি,
তোমারা মায়াবী দুটি আঁখির ফাঁদে,
প্রেমের পসরা সাজিয়ে রেখেছে মনে
কোন গোপন বাসনা অনাদরে কাঁদে।
ভোরের আলোর ঝটা জড়িয়ে মনে
ইচ্ছে করে পাখি ,তোমায় বেঁধে রাখি।
হারানোর ভয়ে বুকে বাজে ব্যথা সদা
তৃষিত নয়ন জুড়াতে কাছেই থাকি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...