Friday, September 30, 2022

অভীককুমার দে

কাঁচের ঘর
................

এইভাবে কেনাবেচা হলে 
সব পথেই গজিয়ে উঠবে বাজার,

বাজার মানেই দর কষাকষি 
যে যেমন মূল্য দিতে পারে জীবনের;

ক্রেতা আসে 
ক্রেতা যায়
বিক্রেতার মুখে স্বাধীনতার
হাসি।

সামগ্রীর মতো মানুষগুলো
হাতের পর হাত হলে
মালিক তিনি,

নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন 
পরিকল্পিত কাঁচের ঘরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...