কাঁচের ঘর
................
এইভাবে কেনাবেচা হলে
সব পথেই গজিয়ে উঠবে বাজার,
বাজার মানেই দর কষাকষি
যে যেমন মূল্য দিতে পারে জীবনের;
ক্রেতা আসে
ক্রেতা যায়
বিক্রেতার মুখে স্বাধীনতার
হাসি।
সামগ্রীর মতো মানুষগুলো
হাতের পর হাত হলে
মালিক তিনি,
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন
পরিকল্পিত কাঁচের ঘরে।
No comments:
Post a Comment