Friday, September 30, 2022

তারফিনা শাহানাজ রজব

শেষ প্রশ্ন!
...................

ভালোবাসা হয় কি দু'বার? 
এইটা না হোক শেষবার।

চপল মেয়েটা একতরফা ভালোবেসে-
সয্য করে এই আমাকে হেসে হেসে।

তারারা আজ করছে দেখো আবদার।
তার তরেতে বৃষ্টি বিলাস হোক না আবার।

শিশিরের গল্প দাও মুছে
যার পড়বে মনে- সে গোপনে 
ভুলে আছে।
এমনি করে ভালোবেসে 
কেউ কি বাচে?

কবির মন খারাপের গল্পগুলির
হোক অবসান।
নিথর দেহে জাগিয়ে তুলুক
আবার প্রান।
ভালোবাসা হবে নাকি দু'বার -
মনকে বুঝাও এইটা না হোক
শেষবার! 

মেঘের ছোয়ায় পড়ে থেকে কি যে পাও!
বৃষ্টি ছুয়ে কাকে আবার ফেরত চাও?
ফিরার জন্য হারায়নি কেউ ধরায়,
খুজছো যাকে দূরের তারায় তারায়।

যে তোমার কষ্টে ভাসবে,
তার তরেতে হাসবে-
আকাশ সমান প্রেম এনে
তাকে ভালোবাসবে।

আজ কবির মনে ভালোবাসা 
আসুক দু'বার। 
কথা দিলাম প্রিয়
এইটাই হবে শেষবার।
হ্যাঁ শেষবার।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...