Friday, September 30, 2022

সজীব কুমার পাল

সমুদ্র এবং সংসার
............................

বৃষ্টির শেষ বিন্দু পরেছে 
সদ্য প্রেম ভেঙে যাওয়া প্রেমিকার বুকে। 

তাদের দুঃখের সংসার গড়ে ওঠলো 
উপমহাদেশের এক নির্জন বালুচরে,
কিন্তু-
তাদের এমন সংসারের পাশে একটি 
মৃত্যুর ধ্বনি উৎপন্ন হতে লাগলো! 

মহাসাগর ছড়ায় এবং মহানদী , 
'আর্নেস্ট হেমিংওয়ে' এর মতো 
আমিও লিখে ফেলি 'সমুদ্র এবং সংসার'। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...