Friday, September 30, 2022

সজীব কুমার পাল

সমুদ্র এবং সংসার
............................

বৃষ্টির শেষ বিন্দু পরেছে 
সদ্য প্রেম ভেঙে যাওয়া প্রেমিকার বুকে। 

তাদের দুঃখের সংসার গড়ে ওঠলো 
উপমহাদেশের এক নির্জন বালুচরে,
কিন্তু-
তাদের এমন সংসারের পাশে একটি 
মৃত্যুর ধ্বনি উৎপন্ন হতে লাগলো! 

মহাসাগর ছড়ায় এবং মহানদী , 
'আর্নেস্ট হেমিংওয়ে' এর মতো 
আমিও লিখে ফেলি 'সমুদ্র এবং সংসার'। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...