বিংশ সংখ্যা
নায়িকার নৃত্যনাট্য
শর্মিষ্ঠা ঘোষ
উঃ২৪ পরগণা
......................
মেঘলা রাতের জলে চাঁদ নেই,
আঁধারের দহনে জলজ প্রাণায়াম
ছায়ার দমকে ঘেমে ওঠে পাতারা
ব্যাঙের ভীত গানে থেমেছে ক্যাওস নায়িকার নৃত্যনাট্য
ভুলেছ নিজের নাম
ভুলেছ অস্থির কানা ইঁদুর দৌড়
ভুলেছ নশ্বর চেতনা
জীবিত বলতে,
বেহুঁশ আর কিছু অশরীরীর শ্বাসকষ্ট ...
No comments:
Post a Comment