Friday, September 30, 2022

শর্মিষ্ঠা ঘোষ

বিংশ সংখ্যা 



নায়িকার নৃত্যনাট্য

শর্মিষ্ঠা ঘোষ 
উঃ২৪ পরগণা 
......................

মেঘলা রাতের জলে চাঁদ নেই,  

আঁধারের দহনে জলজ প্রাণায়াম 
ছায়ার দমকে ঘেমে ওঠে পাতারা 

ব্যাঙের ভীত গানে থেমেছে ক্যাওস নায়িকার নৃত্যনাট্য 

ভুলেছ নিজের নাম 
ভুলেছ অস্থির কানা ইঁদুর দৌড়
ভুলেছ নশ্বর চেতনা 

জীবিত বলতে,
বেহুঁশ আর কিছু অশরীরীর শ্বাসকষ্ট ...

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...