Friday, September 30, 2022

অভিজিৎ দাস

বেকার ছেলে
...................

আমরা হলাম বেকার ছেলে
বন্ধুত্ব টিকিয়ে রাখি
হিংসা বিভেদ ভুলে।

সমাজের চুখে আমরা নাকি নিষ্কর্মা
কিন্তু আমরা জানি
আমরা  এক একটা বিশ্বকর্মা।

চাকরি পেলেই নাকি স্ব-রোজগারি
আমরা নাকি বাবা মায়ের 
কোষাগার খালি করি।

আমরা পারি না কোন ভালো কাপড় পড়তে
পড়তে হয় ছিড়া জামা কাপড়  
মানুষের নানাহ অজুহাতে।

ভালো কাজ করলেও 
সবাই বলে এটা আমরাও পারি
খারাপ কাজেও আমাদের নাকি 
অনেক পাল্লা ভারি।

বিপদে মানুষের পাশে দাঁড়ালে 
বলে সবাই এসব নমুনা
দুর্দিনে পাশ কাটিয়ে গেলে 
সবাই বলে ওদের থেকে এটাই পাওনা।

আগে গেলেও সমস্যা মোদের 
পিছনে নেই কোন ঠাই
বেকার বলে নেই কোন দাম 
কপালটা মোদের পুড়ে ছাই।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...