এভাবে চলে গেলে দিন, ঘোরে ঘোরে ফুরিয়ে যাবে কাল। জীবনের প্রকৃত স্বাদ কী তা বুঝার আখাঙ্খা নিয়ে মৃত্যুর কাছে যেতে হবে। মৃত্যু এক গোপন গুরুদেব। যে গুরুগৃহের পাঠ্যক্রম কেউ জানে না। শেষের আগে শুরুর উদযাপনটি শরীরে শিহরণ জাগায় না। এভাবে আসে শারদ। শারদ শুধু আসে। যায় না। আমরা বিসর্জনের ব্যথা কমাই, আগমনীর খুশিতে। শান্ত হোক সকলে। সকলের উপর শান্তি বর্ষিত হোক। নমস্কার।
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত
No comments:
Post a Comment