Thursday, July 28, 2022

সংগীত শীল

হৃদয় ফসিল  
 
কোনো এক বর্ষারাতে,
হৃদয়পুরে শ্রাবণ নেমেছিল অঝোর ধারে।
তার উষ্ণ ছোঁয়ায় 
ছিটেফোঁটা স্বপ্নরাও নিবিঘ্নে খেলা করছিল।
সমস্ত অরাজকতা ভেঙে দিয়ে,
ভালবাসার গন্ডি অতিক্রম করেছি দুজনে
দৌড় ঝাপে কেঁপে উঠছিল সেইদিন সমস্ত আকাশ।
.
আত্মো উৎসর্গিত করে দিল আমার কাছে,
নির্ভেজাল অভিমুখির তকমা ভেঙে মুহূর্তেরা অসহায়!
সভ্যতার সঙ্কট উপেক্ষা করে 
নিঃস্বার্থ ভালবাসার আলিঙ্গনে ডুবে ছিলাম।
দুস্তর মরুভূমি পেরিয়ে,
অনুভূতির অঙ্গনে ছায়াতরুর সৌরভ ছড়িয়ে গেছে;
আজও সে হৃদয়স্পর্শকাতর রাতের প্রতিচ্ছবি ভেসে ওঠে চোখে।
.
জলন্ত ছাইয়ে শুধু বয়ে যায় 
পটেলেখা জীবনের লাশ।
সাক্ষ‍্য দিয়ে যায় ভালবাসা;
তার ও আমার
আমার ও তার,
ভালবাসা ও অভিমান
অভিযোগ ও দ্বন্দ্ব।

আমরা মুখোমুখি ক্লান্ত 
এখন আমরা আস্ত কবিতা,
আর্তনাদ শুধু দুটি হৃদয়ের।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...