অরণ্যসেতু
পায়ের আওয়াজে রুয়েলিয়ার পরাগধানী আনন্দ এঁকে রাখে
অথচ একটি আপ্যায়িত ছন্দ অন্য একটি ওঠাপড়া গিলে খায়
ত্রি-খিলা স্থল কাছিম পেটের নীচে এনে রাখে পায়ে দলা ঘাস।
বনের চাঁদোয়ায় চাঁদ তারা নক্ষত্রের স্পর্শে সারারাত স্নানগান,
বনঢেঁড়শ ফুলের হলুদ পাপড়ির কালো দাগ শুষে নিতে চাইছে
কিছু কলঙ্ক আর দূঃখকে আলো স্নান করিয়ে দেবার আশ্বাসে।
করমর্দনরত হাতকে হারিয়ে দেবার কূটকৌশল জিহবায় টানে
সাদা চিতি সরীসৃপ; নির্দোষ মেলার ভীড় জিলিপির গন্ধে চেনে,
জানালার আবলুস কাঠে ঠেকে আছে দুর্দিন তবু নৈরাশ্য নেই।
বনের গহীনে নদী সাঁকোটির উপর উড়ছে অনেক জল কুক্কুট।
পরাগধানীতে জয়ের রেণু রেখে সহস্র পায়ের সাহসী অভিযান
দুটো সোনালী পাহাড়ি ব্যাঙ খুঁজে নেয় আশ্রয় ধূপের ঠেসমূলে।
No comments:
Post a Comment