Thursday, July 21, 2022

সৌরভ দেবনাথ

পিতা মাহাত্ম্য

.
মাথায় হাজার চিন্তা নিয়ে 
হাজার কষ্টের মধ্যে দিয়ে
দিনের শেষে পাখির মতো
ঠোঁটে করে খাবার আনে বাবা! 
.
শিশুকালে যার কাঁধে চড়তাম 
কিছু দেখলেই বায়না ধরতাম
কিনে দেওয়ার।
এখন সামনে যেতে ভয় লাগে। 
বাবার চোখে শুধু রাগ,
কত গম্ভীর!
যেন ভালোবাসা নেই, স্নেহ নেই!
.
মাথার ঘাম পায়ে ফেলে 
সারাদিন রোদে খাটে।  
কখনও দোকানে 
কখনও জমিতে!
.
ছেলেকে উঁচু মানুষ 
বানাবেন বলে শত কষ্ট ভুলে
জীবন উৎসর্গ করেন।
যত বড়োই হোক রোগের অাকার 
তবুও তিনি বসে থাকেন না বেকার।
.
সারাদিন কাজ করে ক্লান্তি নামে শরীর জুড়ে
আমাদের ছায়ায় রেখে বাবা পুড়ছে রোদ্দুরে 
.
বাবার কাছে গিয়ে বসলে
মনে হয় ;
এই যেন আমার 
নিশ্চিন্ত আশ্রয়!
.
বাবার হয় না আলাদা পিতৃদিবস 
বাবাতো কাজে যাবেই।
হোক এবার ঝড় বৃষ্টি 
অথবা ধস 
শত কষ্টের মধ্যেও দেখা যায় না বাবার চোখের জল। 
তিনি এই বাবা।
বাবা এক শাশ্বত বটগাছ
যিনি ছাড়া পুরো অচল।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...