হাওয়ার কী বয়স আছে?
যৌবন বার্ধক্য বা মৃত্যু!
হাওয়া কী কঠিন রোগে ভুগে?
যক্ষা এইডস এনিমিয়া ক্যান্সার!
তাহলে আমরা কেন কথায় কথায় বলি
'আজকাল হাওয়াটা বদলে গেছে?
আসলে আমাদের বয়েস আছে
রোগ শোক জরা মৃত্যু আর
বদলে যাওয়ার দুর্ধর্ষ স্পৃহা
আমরা আমাদের মতো করে হাওয়াকে
ধরতে গিয়ে বদলে দেই
তার রূপ রঙ সুন্দর চেহারাটা।
এই হাত কলুষিত হয়ে গেছে
এই চোখ বিভ্রাটে ভরে গেছে
করোটিতে বিষাক্ত কীটের বাসা
দিনদিন বংশ বৃদ্ধি চর্চার বিষয়
বেড়েছে দারুণভাবে আত্মপূজার প্রচলন
আমরা হাওয়ার উপর দোষটা চাপিয়ে
বেকসুর বেঁচে থাকায় আত্মমগ্ন
তাই নদীর সৈকতে বালু নিয়ে
উটপাখির মাথাগোঁজা খেলা
হাওয়া চোখ খুলে দেখে সব
নির্লজ্জতা নৃশংসতা
প্রতিবাদহীন বেপরোয়া চলা।
No comments:
Post a Comment