Thursday, July 28, 2022

সজীব কুমার পাল

নিঃসঙ্গ ভ্রমণ



তাকে জানতে এসো না পাখি, নদী ও আকাশ, 
সে হাসিতেই লুকাতে জানে গোপন ব্যথা। 
তাকে শুনাতে এসো না হারানোর শোক
হারিয়েছে সে প্রিয়সব বুকলের মুখ। 

কি নামে ডাকবে তাকে,চোরাবালি? 
সে বহুকাল বয়ে যাওয়া স্রোত! 
তাকে তোমরা দেখে যেয়েও;সৈকত ,
আগুনের পরশমণি সুখ। 

পৃথিবী জেনে যাক আজ
কোথায় হারালে মানুষ পায় জীবনের নির্যাস, 
কোথায় লুকালে মুখ, জানবে না কেউ-
শুনবে না জনমের দীর্ঘশ্বাস। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...