আগুন পলাশ
রাস্তার মোড়ের পলাশ গাছটা এবারেও ফুলে ফুলে লালে লাল।যেন আস্ত এক আগুন।গাছটা আমার কাছে অসহনীয় এখন। বুকের ভেতর ওর জন্য আমার ঘৃণার আগুন জ্বলে।গতবছর ভালোবাসার পাত্রকে বিয়ের অনুমতি না দিয়ে বাবা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিতে গেলে পটলচেরা চোখ,গালে টোল হাসি মিষ্টি রাধা এই পলাশ গাছটা থেকে লতা হয়ে ঝুলে পড়েছিল শেষ নিঃশ্বাসে। পলাশের লাল তাই রাধার চিতার আগুন মনে করিয়ে দেয় আমায়। চোখের সামনে জ্বলতে থাকে রাধা যেন ঐ পলাশের আগুনে।
No comments:
Post a Comment