কবিতা জ্বলুক
কবিতার বুকে কিছু আজন্ম দুঃখ পুঁতে দিতে চাই।
যেসব দুঃখ নিরন্ন মানুষ বহন করে চলছে অনাদিকাল।
এই দুঃখে--
কবিতা জ্বলুক। জ্বলতে থাকুক।
এই দহনের উদ্ভট গন্ধ মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ুক, ছোঁয়াচে রোগের মতো।
মানুষ বুঝুক কতটা দুঃখ পেলে এভাবে বুকে দহন হয়, উদ্ভট গন্ধ বের হয়।
তারপর......
মানুষ দুঃখ সারানোর ঔষধ খুঁজুক।
মানুষ মানুষকে বুঝুক।
হৃদয় বুঝুক।
অতঃপর কবিতা আতর হোক।
No comments:
Post a Comment