অদৃশ্য ভালোবাসা
এই কেমন ভালোবাসায়
তুমি আমায় জড়ালে
এই কোন মায়ার সাগরে
তুমি আমায় ভাসালে
হাবুডুবু খেয়ে চলছি প্রতিনিয়ত
কোথাও কূল কিনারা নাই
অদৃশ্য এই ভালোবাসার অস্তিত্ব
বলনা কোথাই গেলে পাই
এটা কি ছিল সত্যিই ভালোবাসা
না কি শুধুই আমার কল্পনা
তবুও পরম আদরে রাখতে চাই
মনের সব প্রিয় ভাবনা
তোমার ভালোবাসার পাখি হয়ে
ডানা মেলে উড়তে চাই আকাশে
অদৃশ্য এই ভালোবাসার স্মৃতি গুলি
ছড়িয়ে দিতে চাই মুক্ত বাতাসে
এই কেমন ভালোবাসায়
তুমি জড়ালে আমায়
প্রতিনিয়ত মনে পরে স্মিতিগুলি
মূহুর্তের জন্য ভূলতে পারিনা তোমায়
তুমি ছিলে তুমি আছ
তুমি থাকবে চিরকাল
মনের ভালোবাসা যে
রক্তিম সূর্যোদয় সম
যার কখনো হয় না বিকেল
অদৃশ্য ভালোবাসার খুজেঁ
হয়েছি আমি ছন্নছাড়া
অন্তরেতে ভালোবাসার ক্ষুধা
প্রতিনিয়ত করে আমায় তাড়া।
No comments:
Post a Comment