Thursday, July 28, 2022

উজ্জ্বল ভট্টাচার্য্য

তোর দুঃখ কি মাইয়া!

শুনছো?
আজ্ঞে হ্যাঁ তোমারেই কৈতাছি।
তুমি এমন ফ্যাল ফ্যাল কৈরা
কোনদিকে চাইয়া থাকো ?
তোমার চোখে দেখি কেমন একটা
আপসোস জইমা রইছে,
চোখের কাজলেও তেমন একটা
সন্তুষ্টি নাই।
কাঁচের চুড়ি ভাইঙ্গা হাত কাইটা
লাল লাল হৈয়া গেছে,
পায়ের নূপুরও দেখি 
ঝুনুর ঝুনুর কৈরা বাজেনা।
চুল উড়াইয়া নিতাছেগা
কলাপাতার হালকা বাতাস,
হাটতাছো যেন এই পইড়া যাইবা
বহুদিন টাইম-টেবিলে খাও নাই না?
চেহারাডা কি বানাইছো!
নিজের দিকে চাও,
তোমার ভিতরে তুমি নাই
কি যে হৈছে হায় আল্লাহ...

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...