Thursday, July 28, 2022

সম্পাদকীয় পাতা

মনন স্রোত দীর্ঘসময় ধরে রাজ্যের সাহিত্য ও শিল্পাঙ্গনে আপনাদের নিয়ে চলছে, কখনও কোথাও পথভ্রষ্ট হয়নি বা আটকে যায়নি। মনন স্রোত নিজেকে স্বতন্ত্র দাবি করে, এ দাবি মুখের দাবি নয়, চ্যালেঞ্জের দাবি। রাজ্য ও বহিঃরাজ্যের অসংখ্য তরুণ মেধার প্রথম সংস্থা ছিলো মনন স্রোত। এই ঐতিহাসিক কর্তৃত্ব আমাদের অলঙ্কার। কথাগুলো বলার জন্য বলা নয়। মাঝেমধ্যে স্মৃতিচারণ করতে হয় শেকড়ের জন্য। তেমনি শেকড়ের টান প্রস্ফুটিত হয়েছে এই সংখ্যাটিতে। এই মাসের সংখ্যায় একটি নতুন মুখ। বাকী লেখকরা  প্রত্যেকেই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। পরের মাসে নির্বাচিত কবিদের কবিতা প্রকাশিত হবে। আমাদের এই সংখ্যার উদ্দেশ্য হচ্ছে, নৈতিক প্রতিরোধের মধ্য দিয়ে সামাজিক কল্যাণ। মনন স্রোতকে সামাজিক দায়িত্ব পালনে এভাবেই সহযোগিতা করবেন, এই আশা রাখছি। ধন্যবাদ। নমস্কার।


শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক, মনন স্রোত 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...