Monday, July 11, 2022

রুপন সূত্রধর

চারাগাছ
         

 বিদ্যালয় শুরুর সকালবেলা 
শিশুটির মিষ্টি মায়াবী হাসি 
 মন ভরে যায় জীবন খুশি। 

স্যার ফুলের চারাগাছ 
এক মুঠো ভর্তি হাত
চোখে হাজার স্বপ্ন মেলা।

জগতের বৃক্ষ রোপন 
মহাযজ্ঞে সামিল হাতেকড়ি
আনন্দে নাচানাচি মাতামাতি।

দুসপ্তাহ ধরে এড়াইনি নজর
হীনমন্যতায় বিদ্যালয় কামাই
আউট ড্রেস,পোশাক অভাব।

আজ কিন্তু বনমহোৎসব
নতুন জামা পড়েছে, 
তৃপ্তি দু-নয়ন ভরে।

সবার সাথে মাতোয়ারা 
দুটি গাছ গুঁজেছে মাটিতে,
আনন্দে আত্মাহারা নাচানাচি।

দারিদ্রতার পিছুটান  ছেলেবেলা
দুচোখ ভরা স্বপ্নরা ঘিরে
জানেনা শিশুটি আমাদের চারাগাছ। 

বেচাল সমাজে স্বপ্নের সিঁড়িতে
একপা দুপা এগিয়ে দিয়ে 
রাখবো ধরে মুঠো ভরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...