Tuesday, July 26, 2022

মিঠু মল্লিক বৈদ্য

আরো একবার

আমাদের সর্বনাশে ওরা হাত বাড়িয়েছে
২১ কিংবা ১৯,বাংলা কিংবা আসাম
রক্তাক্ত ইতিহাস ভুলে, কেড়ে নিতে চাইছে
বর্ণমালা অ- আ- ক -খ,প্রাণের আবেগ।

ইংরেজি হিন্দির অদ্ভূত যুগলবন্দী; 
ছুটি বাংলার,অথচ কি রহস‍্যময় ভঙ্গি!
পড়নে ধূতি ;গায়ে পাঞ্জাবী ,গলে উত্তরীয়
সহধর্মীনিকে দিলেন লাল পাড়ের সাদা শাড়িটি,
কলাপে বড় লাল টিপ,সীমান্ত রঞ্জিত ।

মঞ্চ জুড়ে হই হল্লোর, খাঁটি বাঙ্গালীর তকমা
হাতে মাইক্রোফোন, গুরু গম্ভীর স্বর
"নমস্কার-ভাই -বন্ধু -প্রিয় -সাথী জন"
মুখে মুখে সাধুবাদ,জননেতার জয়গান।

অথচ শিক্ষাঙ্গনে বাংলা রাখাটা আপত্তিকর
বর্ণমালা,ধারাপাত নব প্রজন্মের কাছে ইতিহাস,
রবীন্দ্র,বঙ্কিম,নজরুল শরৎ,জীবনানন্দ
বাংলার প্রতি হৃদে যাঁদের বসত
তাঁদের উপচে ফেলতে উদ‍্যত ওরা।

বরকত,সেলিম,কানাই,হিতেশ,কমলা
শহীদ মিনারে জ্বালাচ্ছে মশাল,রক্তে রক্তে
লিখছে গান," বাংলারে যারা করছে গৌণ
তাদের দিতে হবে রক্তের দাম।"

চল তবে মশাল হাতে হউক প্রতিবাদ
প্রজন্মের কাছে বাংলারে করি মহীয়ান
আরো একবার লিখিত হউক ভাষার ইতিহাস।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...