Tuesday, July 26, 2022

নন্দিতা চক্রবর্তী

মৃত্যু হীন জন্মদিন 

আবার এলো সেই দিন
দিকে দিকে উদযাপিত 
তোমার জন্মদিন।
ফুলে ফুলে ছেয়ে গেল ছবি
গানও হল, যাকিছু লিখেছেন রবি,
কত বক্তৃতা, গবেষণা এল উঠে ,
কেন কিছুতেই প্রাণের রসদ না জুটে!
শুধু - তুমি যা গেয়েছিলে,
যাকিছু গাইয়েছিলে,
আজও তা  আকুল প্রাণ লুটে।


পথে চলতে হঠাৎ 
তোমার ছবিতে চোখ গেল,
নীচে  লেখা তোমার নাম।
একটু আবাক ই হলাম।
নিজের অজান্তেই হাসি পেল।
এই প্রজন্ম যে তোমায় চেনে,
সে সন্দেহ তো গেল।

কি হাস্যকর!! 
"তুমি কি কেবলই ছবি"
আজ তুমি নিতান্তই ব্যাক্তি নও।
তুমি পুণ্যশ্লোক , 
তুমি প্রতিষ্ঠানও যে হও,
তোমার কাঁধে ভড় করেছে 
বিরাট জাতি, তাদের পরিচয়।
তুমি সেই ভারে আহত নও।
তুমি অক্ষয়--
শতবর্ষ জীবি বটের মতো
অবলীলায় বহন করেছ
সে ভার।
তোমার দেহী রূপ ছাপিয়ে,
ধ্যানমগ্ন ঋষি রূপ ।
সেই রূপে 
মহাকাল লিখেছে 
তোমার অমর নাম 
স্বর্ণ লিখনে।
জয় হোক , তোমার
জয় হোক, জয় হোক।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...