মৃত্যু হীন জন্মদিন
আবার এলো সেই দিন
দিকে দিকে উদযাপিত
তোমার জন্মদিন।
ফুলে ফুলে ছেয়ে গেল ছবি
গানও হল, যাকিছু লিখেছেন রবি,
কত বক্তৃতা, গবেষণা এল উঠে ,
কেন কিছুতেই প্রাণের রসদ না জুটে!
শুধু - তুমি যা গেয়েছিলে,
যাকিছু গাইয়েছিলে,
আজও তা আকুল প্রাণ লুটে।
পথে চলতে হঠাৎ
তোমার ছবিতে চোখ গেল,
নীচে লেখা তোমার নাম।
একটু আবাক ই হলাম।
নিজের অজান্তেই হাসি পেল।
এই প্রজন্ম যে তোমায় চেনে,
সে সন্দেহ তো গেল।
কি হাস্যকর!!
"তুমি কি কেবলই ছবি"
আজ তুমি নিতান্তই ব্যাক্তি নও।
তুমি পুণ্যশ্লোক ,
তুমি প্রতিষ্ঠানও যে হও,
তোমার কাঁধে ভড় করেছে
বিরাট জাতি, তাদের পরিচয়।
তুমি সেই ভারে আহত নও।
তুমি অক্ষয়--
শতবর্ষ জীবি বটের মতো
অবলীলায় বহন করেছ
সে ভার।
তোমার দেহী রূপ ছাপিয়ে,
ধ্যানমগ্ন ঋষি রূপ ।
সেই রূপে
মহাকাল লিখেছে
তোমার অমর নাম
স্বর্ণ লিখনে।
জয় হোক , তোমার
জয় হোক, জয় হোক।
No comments:
Post a Comment