Sunday, October 30, 2022

নন্দিতা দাস চৌধুরী


ক্রমান্বয়ে রাত ফুরিয়ে যায়

চৈত্রের শেষ বেলায় গঙ্গার ঘাটে একটু সোরগোল হয়েই থাকে, 
পথ চলতে চলতে অজস্র পায়ের ছাপ , 
তার মধ্যে কিছু আঘাতের চিহ্নও লেগে থাকে,
মুমূর্ষু জোছনায় কতো ভালোবাসা রাত হারায়,
হেলে পড়া রাতের বুকে ঢেউয়ের  বিরহেরা একাকীত্ব খোঁজে,
জীবন তো প্রতিনিয়ত দেনা পাওনা খতিয়ে দেখে,
খুঁটিয়ে খুঁটিয়ে আদ্যন্ত তল্লাশি করে দিনের শেষে সিন্দুকটা শূন্যই পড়ে থাকে,
একটা সম্পর্ক ভেঙে গেলে মাধুকরী  অন্তরঙ্গতা  সব খুইয়ে হয়ে যায় সচ্চিদানন্দ ,
বাইরে থেকে যে ভাঙনটুকু দেখা যায় আসলে ভিতরে ভিতরে সেই তো রয়ে যাওয়া,
মেঘে ঢাকা আকাশের অঙ্গীকার  ছুঁয়ে স্খলনের গভীর  তত্ত্বের ইঙ্গিতকেই  বেঁধে রাখি,
ক্রমান্বয়ে রাত ফুরিয়ে যায়।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...