Sunday, October 30, 2022

মিঠুন দেবনাথ

মা

তুমি আছো বলেই
আজ বেঁচে আছি,
তুমি আছো বলেই 
  আনন্দেতে নাচি।
তুমি আছো বলেই
আমার এতো গর্ব,
তুমি আছো বলেই
পৃথিবীটা যেন স্বর্গ।
তুমি আছো বলেই
নই আমি ভীতু,
তুমি আছো বলেই
পেরোচ্ছি জীবন সেতু ।
তুমি আছো বলেই
 নই আমি ক্ষতবিক্ষত,
তুমি আছো বলেই
রাস্তাযে আছে শতশত।
তুমি আছো বলেই
ভেঙে গড়ছি নিজেকে,
তুমি আছো বলেই
খুঁজে পাচ্ছি স্নেহকে ।
তুমি আছো বলেই
অন্ধকার যেন আলো
তুমি আছো বলেই
স্বার্থান্বেষীরা ছুটি পেলো।
তুমি আছো বলেই
দুঃখরা যে লুকালো ,
তুমি আছো বলেই
সুখে রাত্রিরা পোহালো।                                                                          

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...